১. ২৫% মুল্য অগ্রিম পরিশোধের ভিত্তিতে অর্ডার কনফার্ম করতে হবে।
২. ঈদের ৩ দিন পুর্ব থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। জুলাই ১০ তারিখ ঈদ; ৭, ৮ এবং ৯ জুলাই ২০২১ এই দিন গুলোতে আপনাকে ডেলিভারি নিতে হবে। তবে আপনি চাইলে আগেই আপনার পছন্দমতো দিনে ডেলিভারি নিতে পারবেন। এক্ষেত্রে আপনার শিডিওল মতামত অর্ডার করার সময়ই জানাতে হবে।
৩. জীবিত গরু ডেলিভারির সময় বাকি ৭৫% মূল্য পরিশোধ করতে হবে। তবে, স্লটারিং সার্ভিস গ্রহন করলে পশু/গরুর সম্পুর্ন মূল্য (১০০%) পরিশোধ করতে হবে। সম্পুর্ন মূল্য (১০০%) পরিশোধ না করলে আপনার পশু কোরবানি করা থেকে বিরত থাকা হবে।
৪. গরুর ওজন আনুমানিক, তাই ৫-১০ কেজি কম বা বেশি হতে পারে। BLRI ফীড মাস্টার অনুযায়ী ওজন নেয়া হয়েছে।
৫. বয়স আনুমানিক।
৬. ডেলিভারি চার্জঃ জীবন্ত পশু/গরু সাইজ অনুসারেঃ ৳৩৫০০-৳৫০০০ হাজার টাকা সমগ্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকা।
৭. অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গরু/পশু সরবারাহে ব্যাঘাত হলে ১০০% মুল্য ফেরত পাবেন। এক্ষেত্রে ২% টাকা মানি ট্রানজেকশন বা টাকা পাওয়া বা পাঠানোর জন্য বাদ যাবে। তবে বিকল্প গরু প্রদানের ব্যবস্থা রয়েছে।
৮. অর্ডার ক্যান্সেল বা বাদ দিতে চাইলে অর্ডার কনফার্ম করার ২৪ ঘন্টার মধ্যে করতে হবে। অন্যথায় মুল্য অফেরতযোগ্য বা পন্য গ্রহণ করতে বাধিত থাকবেন। মূল্য ফেরতে ২% টাকা মানি ট্রানজেকশন বা টাকা পাওয়া বা পাঠানোর জন্য বাদ যাবে।
৯. ক্রয়কৃত গরু ফেরত যোগ্য নয়। তবে ২৪ ঘন্টার ভেতরে অর্ডার ক্যান্সেল করলে বুকিং মানি (২৫%) ফেরতযোগ্য।
১০. হাজারে ১৫০ টাকা হারে মাংস(ভূরি সহ) বানানো ও নিজ বাড়িতে (সমগ্র ঢাকা সিটিতে, হোম ডেলিভারি চার্জ সহ) ডেলিভারি দেয়া হবে। এই সার্ভিসটি নিতে অর্ডার প্লেস করার সময় হেল্প লাইনে কথা বলে কনফার্ম করে নিন। ”আগে বুকিং করলে আগে পাবেন” ভিত্তিতে ঈদের দিন ও তার পরের দিন মোট ৫০(২৫+২৫)টি গরু মাংস বানিয়ে নেবার ব্যবস্থা আছে। তবে, মাংস বানিয়ে নেয়ার সার্ভিসটি নেবার পূর্বে গরু/পশুর সম্পূর্ণ মূল্য ও মাংস বানানোর চার্জ পরিশোধ করতে হবে।
১১. পেমেন্ট অপশন সমূহঃ ১) বিকাশ মার্চেন্ট ২) রকেট মার্চেন্ট ৩) সরাসরি ব্যাংক ট্র্যান্সফার ও ৪) ক্রেডিট কার্ড গ্রহন পস(POS) মেশিনের মাধ্যমে।